চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দির সংখ্যা বৃদ্ধি
চট্টগ্রাম: গত দুই মাসে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দির সংখ্যা বেড়েছে ৬৮৪ জন। দুই মাস আগে, ৫ সেপ্টেম্বরে কারাগারে বন্দির সংখ্যা ছিল তিন হাজার ৪৭৬ জন। রবিবার (২৪ নভেম্বর) পর্যন্ত এই সংখ্যা চার হাজার ১৬০ জনে পৌঁছেছে। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান বৃদ্ধি পেয়ে অপরাধীদের গ্রেফতারে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।
কারাগারের বর্তমান পরিস্থিতি: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র অনুযায়ী, দুই হাজার ১১৪ পুরুষ এবং ১৩৫ জন সহ মোট দুই হাজার ২৪৯ জন ধারণক্ষমতা এই কারাগারে বর্তমানে চার হাজার ১৬০ জন বন্দি রয়েছে। এর মধ্যে চার হাজার একজন পুরুষ এবং ১৫৯ জন নারী। পুরুষ বন্দিদের মধ্যে সাধারণ হাজতি ২,১৩৮ জন, দায়রা হাজতি ৯৩০ জন, সশ্রম সাজাপ্রাপ্ত ৫৯৭ জন, বিনাশ্রম সাজাপ্রাপ্ত ১০৪ জন, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ২৪ জন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৭৬ জন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৪৫ জন বন্দি আছেন। বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে ১৭৩ জন, বিদেশি বন্দি সাত জন এবং মায়ের সঙ্গে শিশু সহ ২৯ জন বন্দি কারাগারে রয়েছেন।
থানাগুলোর নিরাপত্তা অবস্থা: চট্টগ্রামে মোট ৩৩টি থানা রয়েছে, যার মধ্যে মহানগরে ১৬টি এবং জেলায় ১৭টি। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থানাগুলোতে হামলা ও আগুন লাগার ঘটনায় পুলিশের কার্যক্রম স্থবির হয়ে যায়। এরপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় অভিযান চালিয়ে আসছে। নগর পুলিশের মতে, গত অক্টোবর মাসে চুরি-ছিনতাইসহ নানা অপরাধে ১৭২ জন গ্রেফতার হয়েছে।
পুলিশের বক্তব্য: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, “পুলিশের মনোবল এখন পূর্ণমাত্রায় ফিরে এসেছে। আমরা পূর্ণ পরিসরে আবার কাজ শুরু করেছি এবং আগের চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করছি। প্রতিটি থানার ৩০৪টি পেট্রোল টিম নিয়মিত কাজ করছে।”
বন্দির সংখ্যা বৃদ্ধির কারণ: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, “৫ আগস্টের পর কারাগারে বন্দির সংখ্যা কিছুটা কম ছিল, কিন্তু এখন সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে এসেছে। অপরাধীরা আবার আইনশৃঙ্খলা রক্ষাকারীর হাতে গ্রেফতারের লক্ষ্য হয়ে পড়েছে। জামিনপ্রাপ্ত বন্দিদের চেয়ে বন্দির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।”
কারাগারের ধারণক্ষমতা: ইকবাল হোসেন উল্লেখ করেন, “বর্তমানে কারাগারের বন্দির সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণ হলেও বন্দিদের রাখতে কোনো সমস্যা হচ্ছে না। অতীতে আরও বেশি বন্দি ছিল, তার তুলনায় এখন কম রয়েছে।