চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ জোবরা কমিউনিটি ইন ফ্রান্সের উদ্যোগে মিলন মেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ জোবরা কমিউনিটি ইন ফ্রান্সের উদ্যোগে ফিরে যায় নিজ শিকড়ের কাছাকাছি শিরোনামে প্যারিসের অদূরে লাকর্নোভ পার্কে বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রায় ২ শতাধিক জোবরাবাসীর উপস্থিতিতে নারী-পুরুষ, শিশু-কিশোরদের সহ প্রায় ৬০টি পরিবার অংশগ্রহণ করেন এ আনন্দ আয়োজনে।
১৭ আগস্ট রবিবার সকাল ১০ টা থেকে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আনন্দ আর বিনোদনের মুখরিত হয় প্যরিসের ঐতিহ্যবাহী লা-কর্নোভ পার্ক যেন রূপান্তরিত হয় প্যারিসের বুকের জন্য এক খণ্ড জোবরা।
আনন্দ মুখরিত ভালোবাসা আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত এ অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন স্থানে বসবাসরত শেকড়ের টানে ছুঁটে আসেন এ মিলন মেলায় । দুপুর ১২ঘটিকা হইতে দিনব্যাপী এই অনুষ্ঠান সন্ধ্যা ৮টায় সমাপ্তি হয়। বিভিন্ন রকম আনন্দ ও বিনোদমূলক আয়োজনে অনুষ্ঠানটি অত্যন্ত জাকজমক এবং আনন্দে ভরপুর ছিল।
এ উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠান সত্যজিত বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, কমিউনিটি ব্যাক্তিত্ব মঞ্জুরুল হাসান সেলিম , অজিত বড়ুয়া, সাংবাদিক অনুপম বড়ুয়া টিপু, বিশ্বজিত বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।