শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ছাত্র শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হলো

চবি প্রতিনিধি – মেহেদী হাসান ইমন

দীর্ঘ এক যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ছাত্র শিবির এক ব্যতিক্রমী নবীন বরণ ও ক্যারিয়ার নির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন করে। শনিবার এ. জে. কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন শিক্ষাবিদ, সংগঠনের নেতৃবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলা এই আয়োজনে শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম এবং ক্যারিয়ার গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় এমন একটি স্থান যেখানে সকল মতাদর্শের রাজনৈতিক সংগঠন যদি ন্যায়ের পক্ষে কাজ করে, আমরা তাদের সঙ্গে একাত্ম হবো। ছাত্র রাজনীতি ছাত্রদের অধিকার, তবে অতীতের নোংরা রাজনীতি এখানে আর চলবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ছাত্র শিবির একটি ১০০% মাদক ও নারী কেলেঙ্কারি মুক্ত সংগঠন। আমরা মাদকের বিরুদ্ধে অনেক আগেই যুদ্ধ ঘোষণা করেছি এবং ভবিষ্যতেও এ লড়াই চলবে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের অধ্যাপক ড. হাসমত আলী নবীনদের উদ্দেশ্যে বলেন, “একজন প্রকৃত দেশপ্রেমিক সবসময় দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে নিজের মেধা কাজে লাগাবে। নৈতিকতা ছাড়া কোনো শিক্ষার্থী দেশ ও জাতির উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।”

চবি শাখার প্রেসিডেন্ট নাহিদুল ইসলাম নবীনদের অনুপ্রাণিত করে বলেন, “নিজেকে গড়বো, দেশকে গড়বো। আমরা কেউ মাদক ও অস্ত্র ধরবো না। ৫ আগস্টের আগে হলগুলোতে যে মাদক ও অস্ত্রের অপসংস্কৃতি গড়ে উঠেছিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা সবসময় প্রস্তুত।”

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল এবং নৈতিকতার পথে থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের মেধা ও যোগ্যতার সঠিক প্রয়োগে দেশ গঠনে অংশ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

সর্বাধিক পঠিত