চবি প্রতিনিধি - মেহেদী হাসান ইমন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | ১৭ নভেম্বর, ২০২৪
হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগামী ১৮-২৪ নভেম্বর ২০২৪ প্রথমবারের মতো বিশ্বব্যাপী উদ্যোক্তা সপ্তাহ (GEW) উদযাপন করতে যাচ্ছে।
বিশ্বব্যাপী উদ্যোক্তা সপ্তাহ (GEW) বিশ্বের উদ্যোক্তাদের সবচেয়ে বড় উদযাপন, যেখানে উদ্যোক্তা, উদ্ভাবক, নিয়োগকর্তা এবং নীতি-নির্ধারকদের একত্রিত করা হয়। এটি নতুন ধারণার বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগগুলোকে একটি আন্দোলনের রূপ দিতে সহায়ক। ২০০৭ সালে কফম্যান ফাউন্ডেশন এবং প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের উদ্যোগে বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলার লক্ষ্যে GEW-এর যাত্রা শুরু হয়।
এবারের GEW ২০২৪ উদযাপনের থিম হলো "Removing Barriers and Welcoming All"। এর মূল লক্ষ্য হলো উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং তাদের উদ্ভাবনী ধারণাগুলোকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়তা করা।
সপ্তাহব্যাপী এই আয়োজনে স্টার্টআপ প্রতিষ্ঠাতা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উদ্যোক্তারা, এবং বিভিন্ন উদ্যোক্তা তাদের অভিজ্ঞতা ও শিক্ষা ভাগ করে নিবেন। বিশেষ করে পডকাস্ট এবং ২৪ তারিখ একটি সেমিনার এর মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হবে।
হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ শুধু উদ্যোক্তা চেতনা জাগ্রত করতেই নয়, বরং উদ্ভাবন এবং নতুন সম্ভাবনা সৃষ্টিতে অনুপ্রেরণা জোগাবে। GEW ২০২৪ উদযাপনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা সংস্কৃতির একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।