শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

চবিতে ‘মোবাইল জার্নালিজম’ ওয়ার্কশপ অনুষ্ঠিত

চবি প্রতিনিধি-মেহেদী হাসান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কনটেন্ট ক্রিয়েটর্স ক্লাবের আয়োজনে ‘মোবাইল জার্নালিজম’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স লাউঞ্জে এটি অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন ) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মজুমদার বাবু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রাজীব নন্দী।

জনাব মজুমদার বাবু ইংরেজি দৈনিক দ্যা বিজনেজ স্ট্যান্ডার্ড পত্রিকার হেড অফ মাল্টিমিডিয়া।

ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার সাজেদা আনজুম ও মুহাম্মদ ইরফানের সঞ্চালনায় ওয়ার্কশপে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মোঃ মাসুদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে সাম্প্রতিক আন্দোলনে সকল নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

উদ্বোধনী বক্তব্যে চবি উপ উপাচার্য প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, সাংবাদিকতা নিজে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করেছে। এখন মোবাইল ফোনে দক্ষতা অর্জন করার সময়। এখানে যারা দক্ষতা দেখাতে পারবেন না তাদের চলে যেতে হবে।

মজুমদার বাবু বলেন, মোবাইল ও ইন্টারনেট অনেক সহজলভ্য। মাল্টিমিডিয়ার এই সময়ে মোবাইল জার্নালিজম আপনাদের ক্যারিয়ারের জন্য একটি ভালো সুযোগ তৈরি করে দিচ্ছে। সকলের উচিত মোবাইল ফোনের যথাযথ ব্যবহার করা। বর্তমানে মোবাইল জার্নালিজমের বিকল্প নেই। ভিডিও কনটেন্ট বানাতে সকল শিক্ষার্থীরা যদি মোবাইল ফোনের ব্যবহার করতে পারেন, তাহলে সময়কে কাজে লাগানো যাবে।

সহযোগী অধ্যাপক রাজীব নন্দী বলেন, সাংবাদিকতার চর্চা নানান সময়ে বদলে গিয়েছে। সংবাদ উপস্থাপনের প্রথাগত ধারা ভেঙে দিয়েছে মোবাইল জার্নালিজম। পূর্বকার অচল মডেল ভেঙে আমরা নতুন কাজ করব। তবে এই ধারার কিছু ঝুঁকিও আছে। মিডিয়া জ্ঞান না থাকলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মাল্টিমিডিয়া দিয়ে বিভ্রান্তিও তৈরি করা যায়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

ওয়ার্কশপের দ্বিতীয় পর্বে মোজো রিপোর্টের আইডিয়া বিনিময়, ব্রেইনস্টর্মিং সেশন, প্রশ্ন-উত্তর পর্ব ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে ওয়ার্কশপটি শেষ হয়।

স্বাগত বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট মোঃ মাসুদ বলেন, আমরা আপনাদের একটা পথ দেখিয়ে দিবো। হাঁটার দায়িত্ব আপনাদের।‌ এই পথ ধরে কতদূর আগাবেন সেটি আপনার উপর নির্ভর করছে। আমাদের উদ্দেশ্য একাডেমিয়ার সাথে মিডিয়া হাউজগুলোর সমন্বয় সাধন করা।

ক্লাব সেক্রেটারি ওবায়দুর রহমান তারিফ মোজোতে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। জুলাই আন্দোলনে ক্যাম্পাস সাংবাদিকতার উদাহরণ দিয়ে তিনি বলেন, সাংবাদিকতায় প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নিজেকে নৈর্ব্যক্তিক রাখা পেশাগত নৈতিকতা। এটি মেনে চলতে হবে।

সর্বাধিক পঠিত