শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

চবি’র ২ নং গেট সংলগ্ন দোকানে আগুন

চবি সংবাদদাতা

সোমবার (২০ই জানুয়ারি) রাত আনুমানিক ২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট সংলগ্ন একটি দোকানে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানায়, “প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে আগুনের সূত্রপাত ঘটেছে শর্টসার্কিট থেকে। পরবর্তীতে এ বিষয়ে তদন্ত করা হবে।”

দোকানটির নাম জান্নাত টেইলার্স। দোকানের মালিক মোঃ আমির হোসেন জানায়, “এই দোকান আমার একমাত্র আয়ের উৎস। আমার প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এখান থেকে ঘুরে দাড়াতে আমার অনেক কষ্ট হবে।”

তৎক্ষনাৎ প্রত্যক্ষদর্শীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারনে দোকানে বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে যায়।
প্রায় আধা ঘন্টা পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন সে সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফেসবুক লাইভে এসে ঘটনাটি জানায়। তিনি বলেন “আমরা আগুন লাগার ৫ মিনিট পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চিৎকার করে মানুষ জরো করার চেষ্টা করি। গভীর রাত হওয়ায় সেভাবে মানুষকে না পাওয়া গেলে আগুন দ্রুত ছড়িয়ে পরে। পরবর্তীতে আমি প্রক্টর স্যার কে কল দিয়ে বিষয়টি অবগত করলে, স্যার ফায়ার সার্ভিসে কল দেয়। কিন্তু ততক্ষনে সম্পূর্ণ দোকান পুড়ে যায়।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দোকান লঙ্গরখানার বাবুর্চি জাবেদ আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করলেও, পর্যাপ্ত পানি না পাওয়ায় এবং আগুনের তীব্রতায় নেভানো সম্ভব হয়নি।

দোকান মালিক পরবর্তীতে শিক্ষার্থীদের কাছে সহযোগিতা কামনা করে।

সর্বাধিক পঠিত