প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ২:৫৩ পূর্বাহ্ণ
চবি শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষ: মামলা ও নিরাপত্তা জোরদারসহ প্রশাসনের ১০ দফা সিদ্ধান্ত
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০ দফা সিদ্ধান্ত ঘোষণা করেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের কথাও জানানো হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপাচার্যের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন।
সংঘর্ষের ঘটনায় মিটিংয় শেষে প্রেস ব্রিফিংয়ে জানানো হয় প্রশাসনের ১০ সিদ্ধান্ত...
**আজকের মধ্যে উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
**আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসা ব্যায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে এবং এখনও পর্যন্ত আমরা চিকিৎসা ব্যায় গ্রহণ করে আসছি।
**শিক্ষার্থীদের সুচিকিৎসা অবিচল করার জন্য পাঁচজন শিক্ষকের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।
**বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মডেল থানা গঠন করার জন্য সরকারের কাছে অনুরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
**রেল ক্রসিং এলাকায় একটি পুলিশ বক্স স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
**এ ঘটনার ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
**পুরো পরিস্থিতির পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় করণীয় ঠিক করার জন্য আগামীকাল একটি জরুরী সিন্ডিকেট সভা ডাকা হয়।
**বিশ্ববিদ্যালয় দুই নাম্বার গেট সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দাদের সাথে সমন্বয় করার জন্য একটি কমিটি গঠন করা হয়।
**পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স প্রত্যাহার না করার অনুরোধ করা হয়।
**বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য একটি হট লাইন নাম্বার চালু করার সিদ্ধান্ত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত