সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

চসিক মেয়রের আহ্বান: খাল খনন পুনরুজ্জীবন ও টার্মিনাল পরিকল্পনা বাস্তবায়ন

প্রতিবেদক- কামরুল সিফাতউল্লাহ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জলাবদ্ধতা নিরসনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কর্ণফুলী ব্রিজের পাশে যানজট নিরসনে একটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

শনিবার চন্দনাইশ উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজন করে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুস সালাম মামুন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চসিক মেয়র বলেন, “যদি নালা ও খাল দখলমুক্ত এবং পরিচ্ছন্ন না রাখা হয়, তবে জলাবদ্ধতার সমস্যা কোনোদিনও সমাধান হবে না। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে জনগণকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবার ভিত্তিতে নগরীর খাল ও বড় নালাগুলো পরিষ্কার করতে হবে। জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন,”দক্ষিণ চট্টগ্রামের যানজট নিরসনে কর্ণফুলী ব্রিজের পাশে একটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হবে।”

সভা আয়োজক কমিটির আহ্বায়ক ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে চন্দনাইশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শহীদ খান, বাহার উদ্দীন, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

সর্বাধিক পঠিত