প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
চাকসুর দাবিতে চবিতে মানববন্ধন
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনী খরা কাটাতে বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা দ্রুততর সময়ের মধ্যে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি তোলেন ।
আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, গত 15 বছর অনেক দখলদারিত্ব এবং পেশী শক্তি রাজনীতি আমরা দেখেছি । জুলাই আন্দোলনে আমাদের দুই শহীদের রক্তের বিনিময়ে যে বাক-স্বাধীনতা ও গণতান্ত্রিক ক্যাম্পাস আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেখানে চাকসু এখন সময়ের দাবি । চাকসুকে প্রশাসনের দান দক্ষিণা মনে না করে প্রতিটি শিক্ষার্থীদের অধিকার উল্লেখ করে তিনি বলেন , অতিসত্বর যদি প্রশাসন চাকসু নির্বাচনের তফসিল না ঘোষণা করে তবে তারা আগামীতে আরো কঠোর কর্মসূচিতে যাবে ।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি বলেন, আগামী পহেলা আগস্ট সিন্ডিকেটের সভা আছে । আমরা আশা করছি প্রশাসন সেখান থেকেই চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবে । বিগত ৩৫ বছর চাকসু নির্বাচন বন্ধ করে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে । তিনি ডাকসু এবং রাকসু নির্বাচনের কথা উল্লেখ করে বলেন , " অন্যান্য বিশ্ববিদ্যালয় সম্ভব হলে এখানে কেন নয় ?? যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে, সেখানে চাকসু নিয়ে প্রশাসনের একেবারেই নিরব। আমরা এতদিন রোডম্যাপ চেয়েছিলাম। কিন্তু এখন রোডম্যাপ নয়, তফসিল ঘোষণা চাই।
"মানববন্ধনে শিক্ষার্থীরা ‘হয় মোদের চাকসু দে, নইলে গদি ছাইড়া দে, ডাকসু হলো রাকসু হলো, চাকসু কেনো থেমে গেল, ‘এক দুই তিন চার চাকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার, ‘প্রহসনের প্রশাসন মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দেন।
উল্লেখ্য , ১৯৯০ এ সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত