চালক থেকে ঢাকায় বাড়ি-গাড়ি, দুবাইয়ে শত কোটি টাকার সম্পদ কথিত আ’লীগ নেতা রাজুর

নিজস্ব প্রতিবেদক
এক সময় দুবাইয়ে ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে নিজেকে “আওয়ামী লীগের প্রবাসী নেতা” পরিচয় দিয়ে গড়ে তুলেছেন বিলাসবহুল জীবন ঢাকায় বাড়ি, গাড়ি, এবং দুবাইয়ে প্রায় ৫০০ কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন আখতার হোসেন রাজু নামে কথিত এক প্রবাসী আওয়ামীলীগ নেতা।
সে কখনও দাবি করেন দুবাই আওয়ামী লীগের সভাপতি, আবার কখনও আবুধাবি শাখার শীর্ষ নেতা। তবে, সম্প্রতি তাঁর বিরুদ্ধে ভয়াবহ প্রতারণা, জালিয়াতি ও রাজনৈতিক সুবিধাবাদিতার অভিযোগে ক্ষুব্ধ ভোলার চরফ্যাশনবাসী।
স্থানীয় একাধিক সুত্র বলছে, আখতার হোসেন রাজু চরফ্যাশনসহ দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে প্রতারিত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। জমি বিক্রির নাম করে ভূয়া দলিল তৈরির মাধ্যমে টাকা নেওয়া, পরে তা অস্বীকার করা ছিল তাঁর অন্যতম কৌশল। শুধু তাই নয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতারণা ঢাকতে তিনি ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন।
৫ আগস্টের আগে আওয়ামী লীগ পরিচয় ব্যবহার করলেও, পরবর্তীতে তিনি বিএনপির বিভিন্ন নেতাকর্মীর সাথে যোগাযোগ রক্ষা করে প্রতারণা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার অঢেল সম্পদের তথ্য। রাজুর প্রতারণার আরেক চেহারা হলো তার বোন তাহমিনা আক্তারকে ব্যবহার। জানা যায়, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের কাছে ঘনিষ্ঠতা তৈরি করতে তিনি তার বোনকে ব্যবহার করতেন। এখন ৫ আগস্টের পরে, একই পন্থায় বিএনপির নেতাকর্মীদের কাছেও সম্পর্ক গড়ে তুলছেন। স্থানীয় অনেকেই বলছেন, এটি মূলত প্রতারণার একটি পরিকল্পিত ফাঁদ। সাবেক এমপির ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ
সূত্র মতে, চরফ্যাশনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নাম ব্যবহার করে কিংবা সরাসরি নির্দেশনায় রাজু চরফ্যাশনের নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। চাঁদাবাজি, জমি দখল, রাজনৈতিক বিরোধীদের হুমকি ও হামলার মতো বহু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আওয়ামী লীগের দোসর পরিচিত রাজু নিয়মিতভাবে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে সরকারবিরোধী প্রচারণা, গালাগালি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ান বলে অভিযোগ রয়েছে।