প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ণ
চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ (চুসাপ) পেকুয়া নেতৃত্বে মোহাম্মদ দেলোয়ার হোসাইন-মোহাম্মদ কাইছার
পেকুয়া প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার পেকুয়া (চুসাপ) শিক্ষার্থীদের সংগঠন উপদেষ্টাদের সাক্ষরিত ‘চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ পেকুয়া’ এর নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইছার।
গত বৃহস্পতিবার (১৮ শে সেপ্টেম্বর) আগামী ০১ বছরের জন্য (চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ পেকুয়া) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র প্রথম কার্যকরী কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়।
কমিটি সূত্রে জানা যায়, আংশিক কমিটি (২০২৫-২০২৬) সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন আই.ই.আর-২০-২১, সহ-সভাপতি আতিকুর রহমান ফিন্যান্স-২০-২১,সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইছার ইসলামিক স্টাডিজ ২০-২১, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈমা মনি নৃবিজ্ঞান -২০-২১,যুগ্ম সাধারণ সম্পাদক তাসফিকুর রহমান ছিদ্দিকী সি.এস.ই ২০-২১,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাওন ম্যানেজম্যান্ট ২১-২২,অর্থ সম্পাদক হাবিবুর রহমান আরবি-২১-২২,দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম ফিন্যান্স ২১-২২,প্রচার সম্পাদক হৃদয় মানিক অর্থনীতি -২১-২২,ছাত্রী বিষয়ক সম্পাদক তাসনিম জান্নাত নয়ন ব্যাংকিং এন্ড ইন্স্যরেন্স-২১-২২,ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা নাছরিন ফারসি ভাষা ও সাহিত্য ২১-২২।
কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, কৃতজ্ঞতা তাদের প্রতি যারা আমাকে এই সংগঠনের দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। আমি শিক্ষার্থীদের পাশে থেকে তাদের যেকোনো সহযোগিতায় সর্বদা নিয়োজিত থাকবো। আমাদের এই সংগঠনটিকে বহুদূর নিয়ে যেতে আমি সকলের সহযোগিতা কামনা করি।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইছার বলেন, কৃতজ্ঞতা ফোরামের সংশ্লিষ্ট সকলের প্রতি। আমরা ফোরামের পূর্বের নির্ধারিত প্রোগ্রামগুলো ছাড়াও সময়োপযোগী নতুন নতুন উদ্যোগ নিব এবং বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা থাকবে।সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় (চুসাপ) অনেকদূর এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করছি।
উল্লেখ্য,“(চুসাপ) চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ পেকুয়া” ২০২৩ সালে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে এই ফোরাম ৩ বছর চলমান। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি বিভিন্ন শিক্ষামূলক এবং সামাজিক কাজ করে আসছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সংগঠনটি বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম, বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ,নবীন বরণসহ বিভিন্ন প্রোগ্রাম করে আসছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত