শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

চিটাগং ট্রিবিউন ডেস্ক
দক্ষিণ চীন সাগরের কৌশলগত এলাকা স্কারবোরো শোলের কাছে প্রবেশ করে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে একটি মার্কিন যুদ্ধজাহাজ পালিয়েছে বলে জানিয়েছে চীনের সামরিক বাহিনী। বুধবার (১৩ আগস্ট) এই তথ্য প্রকাশ করে বেইজিং।
চীনের দাবি, মার্কিন ডেস্ট্রয়ারটি ব্যস্ত জলপথে প্রবেশের পর চীনা নৌবাহিনী তাকে তাড়া করে এলাকা থেকে বের করে দেয়। তবে মার্কিন নৌবাহিনী বলেছে, তাদের কার্যক্রম আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ ছিল।
কয়েকদিন আগে একই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তাড়া করার পর এই ঘটনা ঘটল। কয়েক বছরের মধ্যে দক্ষিণ চীন সাগরে এটিই প্রথমবার মার্কিন যুদ্ধজাহাজের প্রবেশ। বেইজিং পুরো দক্ষিণ চীন সাগর নিজেদের সীমানার মধ্যে দাবি করে, যা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
স্কারবোরো শোল বিশ্বব্যাপী বছরে ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। সোমবার চীনের উপকূলরক্ষী জানিয়েছিল, তারা ফিলিপাইনের জাহাজগুলোকে বিতাড়িত করতে ব্যবস্থা নিয়েছে। ম্যানিলা জানিয়েছে, চীনা জাহাজের বাধার ফলে দুটি জাহাজের সংঘর্ষও হয়েছে এবং চীন ইচ্ছাকৃতভাবে তাদের পথ অবরুদ্ধ করেছে।
২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল রায় দিয়েছিল, চীনের ঐতিহাসিক মানচিত্রের ভিত্তিতে দাবির আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই। তবে চীন এই রায় মানেনি।

সর্বাধিক পঠিত