চিটাগং ট্রিবিউন ডেস্ক
চীন সরকারের আগ্রহে এবারই প্রথমবারের মতো চীনে রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশের আম। আগামী ২৮ মে চীনের উদ্দেশে রওনা দেবে আমের প্রথম চালান। প্রাথমিকভাবে প্রায় ৫০ টন আম রপ্তানি করা হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বুধবার (২১ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
তিনি বলেন, “চীনে আম রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশের কৃষিপণ্যের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ভবিষ্যতে রপ্তানির পরিমাণ আরও বাড়ানো হবে।”
এসময় তিনি আরও জানান, কেবল আম নয়, সরকার কাঁঠাল ও লিচুসহ অন্যান্য মৌসুমি ফল রপ্তানির উদ্যোগও গ্রহণ করেছে। এজন্য কৃষকদের বিভিন্ন প্রকল্প ও প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে।
ড. এমদাদ উল্লাহ মিয়ান বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় দেশের কৃষি খাতকে টেকসই ও যুগোপযোগী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০৫০ সাল পর্যন্ত দেশের জনগণের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এই পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই সম্পন্ন হবে।
চলতি বছরে ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন সন্তোষজনক হয়েছে বলেও জানান সচিব। এছাড়া পচনশীল কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক হিমাগার ও সংরক্ষণাগার নির্মাণের কাজ চলমান রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান।