
চিটাগং ট্রিবিউন ডেস্ক
জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে চিনে ফেলায় র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গণময়দান সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত লিপি আক্তার (৩৫) কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। বর্তমানে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এ কর্মরত রয়েছেন।
স্থানীয়রা জানান, দুই ছেলে ও এক মেয়ের জননী লিপি আক্তার গণময়দান সংলগ্ন নিরিবিলি ভাড়া বাসায় থাকতেন। বাসাটিতে এর আগেও দুই বার চুরি হয়েছিল।
বৃহস্পতিবার ভোররাতে জানালার গ্রিল কেটে তিনজন চোর বাসায় প্রবেশ করে।
নিহতের মেয়ে মিথি (১১) জানায়, তার দুই ভাই সেদিন মামার বাড়িতে থাকায় বাসায় শুধুমাত্র মা মেয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় চোররা ঘরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর মা জেগে উঠলে এবং চোরদের চিনে ফেললে তারা গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে লিপিকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া বলেন, খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি চোরদের চিনে ফেলায় তারা ওই নারীকে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
