শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

ছাত্রদল নেতা সোহরাব হত্যার বিচারের দাবিতে নাসিরনগরে মানববন্ধন

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল নেতা সোহরাব হোসেনের হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।শুক্রবার (১১জুলাই) বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের জামে মসজিদের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাতলপাড় ইউনিয়নের শত শত মানুষ এ মানববন্ধন অংশগ্রহন করে।মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ জজ মিয়া,ইউপি সদস্য শাহ আলম আল আমিন মিয়া,সুজন মিয়া,মোক্তার হোসেন, জাবেদ মিয়া,মঈন উদ্দিন ও শফিক মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,আমরা দ্রত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে দাবি জানাচ্ছি।তারা আমাদেরকে এখনও বাহির থেকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে।তারা গ্রামের আশেপাশে আত্নগোপনে আছে। আমরা আতঙ্কের মধ্যে আছি।মানববন্ধনে অংশগ্রহনকারীরা এসময়ে ফাসি চাই,ফাসি চাই বলে স্লোগান দিতে থাকে।
গত ৫জুলাই উপজেলার চাতলপাড় বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সোহরাব হোসেন (২৭)নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নিহত সোহরাব উপজেলার চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তিনি কাঁঠালকান্দি গ্রামের চান মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।গত ৫জুলাই সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর সমর্থক ছাত্রদল নেতা সোহরাব মিয়া ঘটনাস্থলেই মারা যান।

সর্বাধিক পঠিত