শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

ছাত্রীদের জন্য ৩ হাজার টাকা আবাসন সহায়তা দিবে ঢাবি

 

করিম উল্লাহ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে সিট সংকটের কারণে সিট পাওয়া সম্ভব হয়নি এমন যোগ্য ছাত্রীদের জন্য অস্থায়ী আবাসন সহায়তা দেওয়া হবে। এই উদ্যোগের আওতায় প্রতিটি ছাত্রী মাসিক তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাবির আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমদ এবং ছাত্রী হলগুলোর প্রভোস্টরা।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নারী শিক্ষার্থীদের আবাসন সমস্যার স্থায়ী সমাধান দ্রুত সম্ভব হচ্ছে না। তবে অস্থায়ী আবাসন সুবিধার মাধ্যমে আমরা সমস্যা মোকাবিলার চেষ্টা করছি। পাশাপাশি, বাজেটের অতিরিক্ত একটি ফান্ড সংগ্রহ করে শিক্ষার্থীদের আবাসন সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সিট সংকটের কারণে যারা সিট পাচ্ছেন না, তাদের জন্য মাসিক তিন হাজার টাকা করে আবাসন সহায়তা দেওয়া হবে। ইতোমধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। হলগুলোতে কারা সিটে থাকতে ইচ্ছুক, তা জানতে সংশ্লিষ্টদের কাছে তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই করে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।

সর্বাধিক পঠিত