জাতীয় ঐক্যের আহ্বানে বিএনপির সঙ্গে একমত জামায়াত
চট্টগ্রাম: জাতীয় ঐক্য গঠনের প্রয়োজনীয়তার প্রশ্নে বিএনপির দাবি সমর্থন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির আমির ডা. শফিকুর রহমান।
বৈঠকে জামায়াতের আমিরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আগামী নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা
বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে একমত প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জাতীয় স্বার্থবিরোধী যেকোনো কার্যকলাপ প্রতিহত করতে হলে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”
তিনি আরও বলেন, “দেশে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে এই উদ্বেগের অর্থ এই নয় যে, দেশ সংকটে আছে। বরং শান্তি-শৃঙ্খলা কারা বিঘ্নিত করছে, তাদের চিহ্নিত করে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রমজান
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যের মূল্য ধরে রাখার বিষয়ে আমরা কথা বলেছি। সামনে রমজান আসছে, তাই কৃত্রিম সংকট সৃষ্টি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।”
নির্বাচন প্রসঙ্গ
নির্বাচন নিয়ে আলোচনা হয়নি বলে উল্লেখ করেন জামায়াত আমির। তবে তিনি বলেন, “আগেই আমরা বলেছি, নির্দিষ্ট কিছু সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এটি নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট।”
ইসকন নিষিদ্ধের দাবি প্রসঙ্গে
সম্প্রতি বিভিন্ন মহল থেকে ইসকন নিষিদ্ধের দাবির বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “শুধু ইসকন নয়, যারা জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, “দেশ আমাদের সবার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
চিটাগং ট্রিবিউন