প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ
জামায়াতের পিআর আন্দোলন এক রাজনৈতিক প্রতারণা: নাহিদ
চিটাগং ট্রিবিউন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী যে কথিত অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন শুরু করেছিল, সেটা ছিল এক রাজনৈতিক প্রতারণা।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে এক পোস্টে তিনি এ কথা লিখেছেন।
পোস্টে তিনি লিখেন, এর উদ্দেশ্য ছিল সংবিধান সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের মূল আলোচনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া, যাতে জনগণের আন্দোলনের পর গঠিত ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ব্যাহত হয়।
নাহিদ উল্লেখ করেন, মূল দাবি ছিল-একটি উচ্চকক্ষ গঠন করা, যেখানে জনগণের ভোট অনুযায়ী দলগুলোর প্রতিনিধিত্ব থাকবে। একে সংবিধানে জনগণের ক্ষমতা রক্ষার একটি উপায় হিসেবে ভাবা হয়েছিল। কিন্তু জামায়াত ও তাদের সহযোগীরা এই বিষয়টি নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করেছে। তারা আসল সংস্কারের পরিবর্তে এটিকে শুধু একটি কৌশলগত বা রাজনৈতিক দরকষাকষির বিষয় বানিয়ে ফেলেছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।
নাহিদ বলেন, জামায়াত কখনোই প্রকৃত সংস্কার বা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার আলোচনায় অংশ নেয়নি—না জুলাই আন্দোলনের আগে, না পরে। তাদের ‘সংস্কার’ সমর্থন ছিল কেবল রাজনৈতিক কৌশল ও বিভ্রান্তির অংশ। বাংলাদেশের মানুষ এই ছলচাতুরি বুঝে ফেলেছে এবং তারা জানে কে আসল সংস্কারবাদী আর কে সুযোগসন্ধানী। তাই সাধারণ মানুষ ভবিষ্যতে আর দেশকে অসৎ ও স্বার্থপর রাজনীতিকদের হাতে তুলে দেবে না বলেও জানান নাহিদ ইসলাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত