প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৫, ২:৫২ অপরাহ্ণ
জুতার ভেতর লুকানো ছিল ২ হাজার পিস ইয়াবা: রামুর মাদক কারবারি চট্টগ্রামে গ্রেফতার
মোহাম্মদ সাইদ্দুজামান, রামু (কক্সবাজার)
চট্টগ্রাম মেট্রো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর অভিযানে জুতার ভিতর লুকানো ২হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।
গেল ১০ আগস্ট (রোববার) চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকারের তত্ত্বাবধানে, উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাসের নেতৃত্বে টিমটি রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী থানাধীন কেসিদে রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামি কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের রাবেতা এলাকার পূর্ব ধেছুয়া পালং এলাকার বাসিন্দা এজাহার মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৩২)।
চট্টগ্রাম মেট্রো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার জানান, “আমরা সমাজ থেকে মাদকদ্রব্য নির্মূলের লক্ষ্যে দিনরাত পরিশ্রম করছি এবং জনসাধারণের সহযোগিতা আমাদের কাজকে আরও কার্যকর করবে।”
তিনি আরও বলেন, ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত