সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর উদ্ভূত সহিংস ও নাজুক পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণি-পেশার ৬২৬ জন নাগরিককে দেশের বিভিন্ন সেনানিবাসে মানবিক বিবেচনায় অস্থায়ী আশ্রয় দেওয়া হয়েছিল।

সেনাবাহিনী জানায়, গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৎকালীন সরকারের পতনের পর কিছু কুচক্রী মহলের উসকানিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। হামলা চালানো হয় সরকারি দপ্তর ও থানায়, রাজনীতিক ও তাদের সমর্থকদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়, সংঘটিত হয় মব জাস্টিস, চুরি ও ডাকাতির মতো অপরাধ। এমন পরিস্থিতিতে জনগণের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দেয়।

এই প্রেক্ষাপটে ঢাকাসহ দেশের বিভিন্ন সেনানিবাসে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারক, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশ্রয় প্রার্থনা করেন। সেনাবাহিনী জানায়, সেই মুহূর্তে আশ্রয়প্রার্থীদের পরিচয় যাচাইয়ের চেয়ে তাদের জীবন রক্ষা করাকেই অগ্রাধিকার দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৬২৬ জনকে আশ্রয় দেওয়া হয়। এর মধ্যে ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, ১২ জন বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক এবং তাদের সঙ্গে থাকা ৫১ জন নারী ও শিশু অন্তর্ভুক্ত ছিলেন।

পরিস্থিতি স্বাভাবিক হলে অধিকাংশ আশ্রয়প্রার্থী ১-২ দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন। এর মধ্যে ৫ জনকে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

২০২৪ সালের ১৮ আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় এবং ১৯৩ জন আশ্রয়প্রাপ্তের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। সেনাবাহিনী বলছে, বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত হলেও কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে ৬২৬ জন আশ্রয়প্রাপ্তের পূর্ণাঙ্গ তালিকাও সংযুক্ত করা হয়েছে। সেনাবাহিনী সকলকে বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও আস্থার সঙ্গে জাতির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সর্বাধিক পঠিত