শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলেন রামুর মাওলানা মমতাজ আহম্মদ

বার্তা পরিবেশক 
কক্সবাজার জেলার শ্রেষ্ঠ প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম হিসেবে নির্বাচিত হয়েছেন রামু উপজেলার পানিরছড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মমতাজ আহম্মদ।
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইমাম প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ শেষে, ধর্মীয় শিক্ষার বাস্তব প্রয়োগ, সামাজিক সচেতনতায় অবদান এবং মূল্যবোধভিত্তিক দিকনির্দেশনায় তিনি এই স্বীকৃতি অর্জন করেন।
শুধু মসজিদের খতিব হিসেবে নয়, বরং একজন আদর্শ মানুষ, নৈতিকতার শিক্ষক ও সমাজ সংস্কারক হিসেবেও পরিচিত মাওলানা মমতাজ আহম্মদ। তিনি দীর্ঘদিন ধরে রামু উপজেলার রশিদনগরের মামুন মিয়া বাজার জামে মসজিদেও দায়িত্ব পালন করে আসছেন।
ইমাম প্রশিক্ষণের আলোকে সমাজে ইসলামি আদর্শের প্রাঞ্জল ব্যাখ্যা, জ্ঞানভিত্তিক বক্তব্য এবং তরুণদের নৈতিক শিক্ষা প্রদানে তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসিত। বিশেষ করে সামাজিক অবক্ষয়, পারিবারিক দ্বন্দ্ব এবং মাদকবিরোধী প্রচারণায় তাঁর নিরলস প্রচেষ্টা স্থানীয়ভাবে ব্যাপক সমাদৃত হয়েছে।
এই অর্জনে এলাকাবাসীর মাঝে বিরাজ করছে আনন্দ-উৎসবের আবহ।
বিশেষ করে ভারুয়াখালী ৯নং ওয়ার্ডের মানুষজন তাঁকে নিজেদের গর্ব হিসেবে দেখছেন। মসজিদ কমিটি, স্থানীয় মুসল্লিবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এলাকার একজন প্রবীণ মুরব্বি বলেন,
“এমন সম্মান একজন ইমামের জন্য শুধু ব্যক্তিগত প্রাপ্তি নয়, সমগ্র সমাজের জন্য এক সম্মানের বিষয়। তাঁর মতো মানুষ যত বাড়বে, সমাজ তত শান্ত হবে।”
নিজের প্রতিক্রিয়ায় মাওলানা মমতাজ আহম্মদ বলেন,”এই পুরস্কার আমি একা পাইনি। আমার এলাকার মুসল্লিদের ভালোবাসা, সহযোগিতা, এবং আল্লাহর রহমতেই এটা সম্ভব হয়েছে। আমি কৃতজ্ঞ ও দোয়া চাই যেন দ্বীনের খেদমতে আজীবন লেগে থাকতে পারি।”

সর্বাধিক পঠিত