প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ
টেকনাফকে ‘মেগা সিটি’ ও পর্যটক-বান্ধব শহরে রূপান্তর করা হবে: শাহজাহান চৌধুরী
চিটাগং ট্রিবিউন ডেস্ক
কক্সবাজারের টেকনাফে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকাল তিনটায় টেকনাফ পৌরসভার বাস স্টেশনে উপজেলা যুবদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কাইয়ুম, পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন,“বিএনপি এদেশের গণমানুষের দল। আগামীতে ক্ষমতায় গেলে বেকার যুবকদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ভাতা প্রদান করা হবে। টেকনাফকে ‘মেগা সিটি’ ও পর্যটক-বান্ধব শহরে রূপান্তর করা হবে। বৈধ ব্যবসা সচল করতে বন্দর ও করিডোর ব্যবস্থাও খুলে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যুবদলকে এখন থেকেই মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানাই। বিএনপির আমলেই টেকনাফে বন্দর, রাস্তা, স্কুল-কলেজসহ উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে, যা আজও দৃশ্যমান।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, সাংগঠনিক সম্পাদক আমির আলী, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নুরুল আমিন চৌধুরী, রেজাউর রহমান রেজা, শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. সেলিমুল মোস্তফা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, হোয়াইক্যং, বাহারছড়া, সদর, শাহপরীরদ্বীপসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পুরো সমাবেশস্থল ছিল দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর। বক্তারা বলেন,“যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে। টেকনাফের তরুণদের ঐক্যই হবে আগামীর পরিবর্তনের মূল শক্তি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত