শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

টেকনাফে অপহৃত ছয়জন থেকে ৪ জনকে ছেড়ে দিয়েছে অপহরণকারী চক্র

 

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি

টেকনাফ বাহারছড়া হতে গতকাল সন্ধ্যায় অপহরিত ৬ জন থেকে চারজনকে ছেড়ে দিয়েছে অপহরণকারী ডাকাত চক্র।

অদ্য শনিবার (৩০ নভেম্বর) দুপুরে  বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস এম দস্তগীর হোসেন চৌধুরী মানিকের নেতৃত্বে পুলিশের জোরালো অভিযানের কারণে এ চারজনকে বিভিন্ন জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

পুলিশের জোরালো অভিযানের কারণে যারা ছাড়া পেয়েছেন তারা হলেন,
উখিয়া উপজেলার মুছারখোলার উলা মিয়ার ছেলে হাকিম আলী, টেকনাফ উপজেলার শিলখালীর মৃত বশিরের পুত্র জিয়া,হাসান।
হোয়াইক্যং ইউনিয়ন এর শফিউল্লার পুত্র  ইয়াহিয়া।বাকি ২ জনকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান বাহার ছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ এস এম দস্তগীর হোসেন চৌধুরী। তিনি আরো জানান বাকি দুজনের বিষয়ে এখনও নাম ঠিকানা জানা যায়নি কিংবা কোনো অভিযোগ আসেনি।

উল্লেখ্য যে গত কাল শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফের হোয়াইক্যং ঢালায় হতে ৬ জনকে অপহরণ করে, অপহরণকারী ডাকাত চক্র ।

 

সর্বাধিক পঠিত