সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

টেকনাফে আদর্শ বিদ্যালয় কেন্দ্র পরিচালনা কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মো: কিফায়ত উল্লাহ, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ পৌরসভার উপজেলা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয় নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
শুক্রবার (১৭ অক্টোবর জুমার নামাজের পরে অনুষ্ঠিত হয় এ কর্মী সম্মেলন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল এবং পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ পৌর সভাপতি মুহাম্মদ আইউব, পৌরসভার বায়তুলমাল সম্পাদক মনির উল্লাহ, সেক্রেটারি মোস্তাক আহমেদ, ১নং ওয়ার্ড সভাপতি জাহেদ আলম, নুর হোসেন, সেক্রেটারি সাইফুল ইসলাম, ইমাম হোসাইন ও হাফেজ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিট সভাপতি দিলদার হোসেন, মোহাম্মদ নুর, মুহাম্মদ উল্লাহ, আইউব, আজিজ খান, সাদ্দাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বাধিক পঠিত