প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ
টেকনাফে কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ বৃহত্তর জালিয়াপাড়াবাসীর
টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক বক্তব্যের বিরুদ্ধে বৃহত্তর জালিয়াপাড়াবাসী ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টায় টেকনাফ পৌর ঈদগাহ ময়দানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌর ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি পৌর বাসস্টেশন ঝরনা চত্বর পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে অংশ নেন টেকনাফ পৌরসভার তিনটি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।
সম্প্রতি টেকনাফ পৌর ভবন নির্মাণ ইস্যুতে জালিয়াপাড়ার নাম উল্লেখ করে কয়েকজন ব্যক্তি কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক মন্তব্য করেন। ওই ঘটনার প্রতিবাদেই আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করে বৃহত্তর জালিয়াপাড়াবাসী।
সমাবেশে বক্তারা বলেন, পৌর ভবন কোথায় নির্মিত হবে, তা নিয়ে মতামত দেওয়া পৌরবাসীর অধিকার। তবে কোনো এলাকার নাম ধরে অপমান করা বা বিভেদ সৃষ্টি করা সভ্য সমাজে কখনোই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, জালিয়াপাড়াবাসী উন্নয়ন চায়, কিন্তু সেটি হতে হবে পারস্পরিক সম্মান, ঐক্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতে। “টেকনাফ সবার— বিভেদ নয়, ভালোবাসাই আমাদের পরিচয়।”
আয়োজকরা জানান, তারা টেকনাফ পৌরসভার উন্নয়নের পক্ষে, তবে যেকোনো উন্নয়নই হোক পারস্পরিক সম্মান ও শালীনতার ভিত্তিতে।
সমাবেশ শেষে বক্তারা বলেন, “আমরা শান্তি চাই, বিভেদ নয়। জালিয়াপাড়ার সম্মান রক্ষায় সবাই ঐক্যবদ্ধ আছি এবং থাকব।”
তারা আহ্বান জানান— সম্মান, ভ্রাতৃত্ব ও সত্যিকারের উন্নয়নের পথে ঐক্যবদ্ধভাবে টেকনাফ গড়ে তোলার।
এসময় “কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানাই”, “জালিয়াপাড়ার সম্মান রক্ষায় আমরা ঐক্যবদ্ধ”, “টেকনাফ আমাদের সবার, বিভেদ নয় ভ্রাতৃত্বই হোক পরিচয়”— এমন স্লোগানে মুখর ছিল টেকনাফ পৌরসভার বৃহত্তর জালিয়াপাড়া এলাকা।
পরিশেষে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত