সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ পাচারকারী আটক

মোহাম্মদ তোফাইল, টেকনাফ
মায়ানমার হতে বাংলাদেশে পাচারকালে ১ টি মহিষ, ২ রাউন্ড তাজা গোলা, মায়ানমার ও বাংলাদেশি মুদ্রাসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার ০৪ জুন ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, আজ ৪ জুন ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত সাড়ে ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নিয়মিত টহল চলাকালীন সময় কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপের গোরারচর সংলগ্ন সমুদ্র এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোট দেখা যায়। টহল দল কর্তৃক উক্ত বোটটিকে থামার জন্য সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহল দল কর্তৃক ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয় এবং তল্লাশি করে মায়ানমার হতে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচারকালে ২ রাউন্ড তাজা গোলা, মায়ানমারের ৪০ হাজার কিয়াত ও বাংলাদেশি ৩০০ টাকাসহ ৭ জন পাচারকারী এবং বোটের একপাশে পানিতে ভাসমান অবস্থায় ১ টি মহিষ আটক করা হয়।
আটককৃত পাচারকারী আব্দুর মোনাফ (৪৩), মোঃ ইউসুফ (৩৮), মোঃ ওয়ারেস (৩০), মোঃ নূর (৩৮), মোঃ ইদ্রিস (৩৭), আব্দুর রশিদ (৩২) ও মোঃ রফিক (২৭) সকলেই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
জব্দকৃত তাজা গোলা, মুদ্রা ও আটকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত মহিষ টেকনাফ কাস্টমসের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। সীমান্তে চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত