
মোহাম্মদ তোফাইল (টেকনাফ)
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াই্যং ইউনিয়নের খারাংখালী গ্যাস পাম্পের সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল ১১ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতিতে আসা একটি ডাম্পার ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে যায়।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয়রা। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য হ্নীলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনা টির খবর পেলে ঘটনাস্থলে চলে আসে হোয়াই্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ, তিনি বলেন, “ডাম্পার ট্রাকটি অতিরিক্ত গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে।এবং উদ্ধার কাজ ও চলমান রয়েছে জানিয়েছেন।