টেকনাফে নিখোঁজের ২২ ঘণ্টা পর পুকুর থেকে লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড হোয়াকিয়া পাড়ায় ইঞ্জিনিয়ার মামুনের চার বছর বয়সী কন্যা আফসি মনির লাশ উদ্ধার করেছে পরিবার।
হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড হোয়াকিয়া পাড়া এলাকার বাসিন্দার ইঞ্জিনিয়ার মামুনের ছেলে আফসি(৪)।
রবিবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে হ্নীলার পূর্ব পানখালীর দিলু মেম্বারের বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়রা শিশুটির মৃতদেহ দেখতে পান।
পরিবার জানায়, শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে নিখোঁজ হয় আফসি। প্রায় ২২ ঘণ্টা পর পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শিশুটির পরিবারের অভিযোগ, আফসিকে শ্বাসরোধ করে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। তাদের দাবি, শিশুটির কানের দুল নেই এবং মুখে প্লাস্টারের দাগ পাওয়া গেছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল বড়ুয়া বলেন, “বিষয়টি স্থানীয়দের কাছ থেকে শুনেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।