
কেফায়েত উল্লাহ,টেকনাফ
টেকনাফ মডেল থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে মো. রফিক প্রঃ বার্মাইয়া রফিক (৪৫)।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ১টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া ব্রিজের পশ্চিম পাশে একটি খালি স্থানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যে জানা যায়, ওই স্থানে অস্ত্রধারী সন্ত্রাসী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রফিক বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছেন।
সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অভিযানের সময় একটি বস্তাসহ মো. রফিক প্রঃ বার্মাইয়া রফিককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে একটি অস্ত্র মামলা, তিনটি মাদক মামলা ও একটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
