ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বাহার ছড়ার কচ্ছপিয়া পাহাড়ে অভিযান চালিয়ে ১৫ জন অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পালিয়ে গেছে অনেকে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১.৩০ ঘটিকায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকার একটি পাহাড়ে এ অভিযান চালানো হয়।
আটকৃতরা হলেন-নুরুল কবিরের দুই ছেলে মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)। তারা টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচি পাড়া এলাকার বাসিন্দা।
উদ্ধার হওয়াদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা রয়েছেন। তাদের মধ্যে ছয় জন শিশু। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকার এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
অপহরণকারীরা বিভিন্ন প্রলোভনে গত ১৬-১৭ দিন ধরে ধাপে ধাপে ঘটনাস্থলে নিয়ে আসে এবং পরে মুক্তিপণের দাবিতে আটক রাখে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, গোপন খবরে অভিযান চালানো হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতকদের আটকের অভিযান চলছে।