টেকনাফে বজ্রপাতে একজনের মৃত্যু

চিটাগং ট্রিবিউন ডেস্ক
টেকনাফে নাফ নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে মো. আনোয়ার হোসেন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার সকালে টেকনাফ বিওপি’র উত্তর-পূর্ব দিকে অবস্থিত বিআরএম-৭ হতে প্রায় ৫০০ মিটার দূরে নাফ নদীর হেছার খাল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দা এবং লালু মিয়ার পুত্র।
টেকনাফ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর নাজমা আক্তার এ বিষয়ে নিশ্চিত করে জানান, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ওই জেলে নিহত হন। পরবর্তীতে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।