সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

টেকনাফে ভাড়া বাসায় ১৩ রোহিঙ্গা, বাড়ির মালিকসহ আটক

চিটাগং ট্রিবিউন ডেস্ক
কক্সবাজারের টেকনাফে ক্যাম্পের বাইরে গিয়ে ভাড়া বাসায় বসবাসরত ১৩ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এ সময় বাড়ির মালিক ও কেয়ারটেকারকেও আটক করা হয়।
সোমবার রাতে পৌরসভা এলাকায় এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আ. ম. ফারুক।
তিনি জানান, অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে র‍্যাবের একটি টিম অভিযান চালায় অভিযানে পৌরসভার কে কে পাড়ার আব্দুল্লাহ ম্যানশন থেকে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তাদের আশ্রয়দাতা বাড়ির মালিক ও কেয়ারটেকারসহ ২ জনকেও আটক করতে সক্ষম হয়।
আটকরা হলেন— বাড়ির মালিক আব্দুল্লাহ ও কেয়ারটেকার মো. ফৈয়াজ।
র‍্যাবের এই কর্মকর্তা আরো জানান, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে বসবাসের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হচ্ছে। সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত