প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ২:৪২ অপরাহ্ণ
টেকনাফে মানবপাচারকারী আটক, দুই কিশোর উদ্ধার
চিটাগং ট্রিবিউন ডেস্ক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারে চাকরির প্রলোভন দেখিয়ে টেকনাফে এনে মিয়ানমারে পাচারের সময় দুই কিশোরকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি আশ্রিত রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে বিজিবি।
গতকাল সোমবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
আটক হওয়া রোহিঙ্গা যুবকের নাম মো. রাসেদ (১৮)। তিনি উখিয়ার কুতুপালং ১ নম্বর ক্যাম্পের সি-১৩ ব্লকের বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে। উদ্ধার হওয়া দুই কিশোর হলো কক্সবাজার শহরের লালদীঘির পাড় এলাকার আইয়ুব খানের ছেলে মো. মাহিম (১৫) এবং একই এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. সোহেল (১৬)।
লে. কর্নেল আশিকুর রহমান জানান, সম্প্রতি টেকনাফ সীমান্তে সংঘবদ্ধ মানবপাচারকারী একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি গোয়েন্দা নজরদারি বাড়ায়। সোমবার সন্ধ্যায় নাফ নদী সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা চলছে—এমন খবর পেয়ে বিজিবি কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালায়।
তিনি বলেন, “বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পাচারকারী পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুই কিশোরকে উদ্ধার করা হয়।”
আটক রোহিঙ্গা যুবক মানবপাচার চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া দুই কিশোরকে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সোমবার রাতেই টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত