মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলমের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল

মুহাম্মদ কেফায়েত উল্লাহ, টেকনাফ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার খবর প্রকাশের পর থেকেই সারাদেশে তার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

এ ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলমের উদ্যোগে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় প্রাঙ্গণে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে স্থানীয় নেতাকর্মী, দলীয় সমর্থকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বর,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী, কুটির ও হস্তশিল্প বিষয়ক সম্পাদক আলহাজ্ব ছিদ্দিক আহাম্মদ, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আমিন আবুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর সাদেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ, তাঁতী দলের সদস্য সচিব হেলাল উদ্দিন হেলালী, এবং উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুল্লাহ।
তার আবেগঘন মুনাজাতে তিনি বলেন,হে পরওয়ারদিগার, দেশের এই আপোষহীন গণতন্ত্রের নেত্রীকে দ্রুত সুস্থতা দান করুন। তার জীবনকে আরও বরকতময় ও দীর্ঘ করুন।

এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন সদর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলম। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপির নয়, দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। তিনি আরও জানান,আজকের এই খতমে কুরআন ও মাহফিলের আয়োজন করা হয়েছে তার দ্রুত রোগমুক্তির আশায়।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

সর্বাধিক পঠিত