সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা পাচারকারী আটক

চিটাগং ট্রিবিউন ডেস্ক
কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে নাফ নদে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি হস্তচালিত নৌকাও জব্দ করা হয়।
আটকরা হলেন চাকমার কুল রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল হাফিজ (১৮), বালুখালী ক্যাম্পের রবি আলম (২৩) ও ময়নার গোনা ক্যাম্পের রেজু আলম (১৯)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মিয়ানমারের রাখাইনের মংডু খাল থেকে ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে দুটি নৌযানসহ আভিযানিক দল নাফ নদে ‘ফাঁদ’ পাতা হয়। মিয়ানমারের জলসীমার শূন্য রেখা অতিক্রম করে একটি নৌকা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে নৌকাটি আটক করা হয়। ওই সময় পাচারকারীরা নদে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলেও বিজিবির সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়। নৌকাটি তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘বিজিবির আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও পেশাদারিত্বের কারণে জলসীমা ব্যবহার করে মাদক ও মানব পাচারসহ আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। এছাড়া রোহিঙ্গা পরিচয়ে যারা ক্যাম্পের বাইরে অবস্থান করছে বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।’

সর্বাধিক পঠিত