টেকনাফ উপজেলা চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ তোফাইল, টেকনাফ
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।এই সময় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ , ছাত্র প্রতিনিধি,ইউপি সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই সময় প্রধান অতিথি বলেন,টেকনাফে জেলেদের সচেতন থাকতে হবে,মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জনসীমানা অতিক্রম করা যবে না।যদি বাংলাদেশের সীমান অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়, আরকান আর্মি তাদেরকে ধরে নিয়ে গেলে আমাদের কোন দায়বদ্ধ নেই। কারণ আরকান আর্মি সাথে আমাদের কোন যোগাযোগ নেই। তাদেরকে ফেরত আনা কোন সুযোগ নেই।
এই সময় বিজিবি ও নৌ বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তারা জানান, বাংলাদেশের জেলেরা প্রায় সময় বাংলাদেশের সীমান অতিক্রম করে মিয়ানমারে চলে যায়,যার কারণে সেখানে আমাদের কোন নিয়ন্ত্রণ নেই। সবাইকে অনুরোধ করব যাতে সীমানা অতিক্রম না কারার জন্য।