নিজস্ব প্রতিবেদন
জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন, পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের সার্বিক নির্দেশনা মোতাবেক টেকনাফ থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে টেকনাফ থানা পুলিশের অফিসার এসআই(নিরস্ত্র)/আব্দুস সালাম-২ সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান ডিউটি করাকালীন ২৯/০৫/২০২৫ ইং তারিখ রাত ১৯.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ ০৮নং ওয়ার্ড পূর্ব লেদা লামার পাড়াস্থ একটি বাড়ীতে কিছু ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে একই তারিখ রাত ২০.০০ ঘটিকায় ঘটনাস্থল পূর্ব লেদা লামার পাড়াস্থ তৌহিদুল ইসলামের বাড়ীতে প্রবেশ করলে তৌহিদুল ইসলাম(২১), পিতা- কালা মিয়া, মাতা- মিনারা বেগম, সাং- পূর্ব লেদা (লামার পাড়া), ০৮নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারসহ অজ্ঞাত ০২জন আসামী পুলিশের উপস্থিত টের পেয়ে বাড়ীর পিছনের দিক দিয়ে কৌশলে দ্রুত দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামী তৌহিদুল ইসলামের গৃহ তল্লাশী করে কালো কস্টেপ দ্বারা মোড়ানো WFP (World Food Programme) এর SUPER CEREAL PLUS fortified wheat soya milk blend এর প্যাকেটে এর ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০০০ (দুই হাজার) পিস অবৈধ ইয়াবা নামীয় মাদকদ্রব্য জাতীয় ট্যাবলেট উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। এ বিষয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন।