প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
টেকনাফ পৌরসভার দায়িত্ব ইউএনও’র অধীনে রাখার দাবিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি ছাত্র প্রতিনিধি রুবায়েতের
নিজস্ব প্রতিনিধি
টেকনাফ পৌরসভার প্রশাসনিক দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে বহাল রাখার দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ ও ছাত্র সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, ইউএনও’র অধীনে পৌর প্রশাসন বর্তমানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সফলভাবে পরিচালিত হচ্ছে।
সম্প্রতি পৌরসভায় রাজনৈতিক ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনার খবর স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এ বিষয়ে টেকনাফের সচেতন নাগরিক ও ছাত্র সমাজের পক্ষে ছাত্র প্রতিনিধি রুবায়েত হোসাইন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি লিখিত আবেদন দাখিল করেছেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, “বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে টেকনাফ পৌরসভা প্রশাসনিকভাবে স্থিতিশীল এবং উন্নয়নমূলক কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হচ্ছে। নির্বাচনের পূর্বে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়, তবে প্রশাসনিক নিরপেক্ষতা ও জনগণের আস্থা ক্ষুণ্ণ হবে।”
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি নির্বাচিত না হওয়া পর্যন্ত ইউএনও’র তত্ত্বাবধানে পৌরসভার প্রশাসনিক দায়িত্ব বহাল রাখলে সরকারি উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতা ও জনবিশ্বাস অটুট থাকবে।”
এ বিষয়ে পাঠানো আবেদনপত্রের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, কক্সবাজার জেলা প্রশাসক এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে টেকনাফ পৌরসভায় কোনো রাজনৈতিক নিয়োগ নয়, বরং বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থাই বজায় রাখা উচিত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত