ডাকসুর ভিপি প্রার্থী ও ঢাবির শিক্ষার্থী জালালের নিঃশর্ত মুক্তির দাবিতে পেকুয়ায় মানববন্ধন

পেকুয়া প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ডাকসুর ভিপি প্রার্থী পেকুয়ার সন্তান জালালকে মব সৃষ্টি করে গ্রেফতারের প্রতিবাদ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে কক্সবাজারের পেকুয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় পেকুয়া চৌমুহনী ক্রেমলিন চৌধুরী প্লাজার সামনে ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর পিপি এড. মীর মোশাররফ হোসেন টিটু, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এড. জেড.এম হাসান দৌলা মিনার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহছান উল্লাহ, কৃষক দলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি, মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. ফরহাদ হোছাইন, সাংবাদিক সোহেল আজিম, ছাত্র প্রতিনিধি হিরণ সরওয়ার এবং এলাকাবাসীর পক্ষে এড. আলী ইয়াছিন।

বক্তারা বলেন, জালাল একজন মেধাবী ও সচেতন শিক্ষার্থী হিসেবে বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সে মহসিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলো।
সে হলের বহিরাগতদের কে হল ত্যাগ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবী তুললে রোষানলে পড়ে মেধাবী শিক্ষার্থী জালাল। পরে মব সৃষ্টি করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে যড়যন্ত্রমুলক ফাঁসানো হয়েছে। তাঁরা অভিযোগ করেন, রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে একটি কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। কোনো একক ঘটনা নয়, বরং এটি একটি ধারাবাহিক দমন-পীড়নের অংশ। তাঁরা অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধের আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জালালের বড় ভাই আবুল কাশেম ও ফরিদুল আলমসহ এলাকার শত শত লোকজন।