শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

ডিজিটাল যুগে এসেও রাজস্থলীতে প্রায় ৫০টি গ্রাম ইন্টারনেটের বাহিরে

মোঃ আইয়ুব চৌধুরী, রাঙ্গামাটি

ডিজিটাল যুগে এসেও রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বিশাল একটি অংশ নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সরবরাহের বাইরে পড়ে রয়েছে। এমনকি অনেকে পুরানো কায়দায় বসবাস করে আসছেন।

রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ১নং,২নং,৩নং,৪নং,৯নং ওয়ার্ডে মোট ২৭টি পাড়া, গাইন্দ্যা ইউনিয়নের ১,২,৪,৭,৮,৯ নং ওয়ার্ডের মোট ১৮টি পাড়া, বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের ৪টি পাড়াসহ তিন ইউনিয়নের প্রায় ৫০টি পাড়া ও গ্রাম নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সরবরাহ সেবা থেকে বঞ্চিত।

এই বিষয়ে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, আমাদের ঘিলাছড়ি ইউনিয়নের অনেক বড় একটি অংশ নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত রয়েছেন।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন আমাদের,বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮,৯ নং ওয়ার্ড গুলো নেটওয়ার্ক ও বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত এবং তিনি বিদ্যুৎ, নেটওয়ার্ক সরবরাহ ব্যবস্থার দাবি জানান।

বর্তমানে দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎ সরবরাহ এবং নেটওয়ার্কের আওতায় আসলেও আমরা অনেকটা পিছিয়ে আছি। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজর দিলে আমরাও উন্নয়নের অংশীদার হতে পারবো।

সর্বাধিক পঠিত