বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

ডিসির পর এবার এসপি, প্রতারকদের ছদ্মবেশে নতুন ফাঁদ

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
কক্সবাজার জেলা প্রশাসকের পরিচয় ভাঙিয়ে প্রতারণার ঘটনার পর এবার একই কৌশলে জেলার পুলিশ সুপারের নাম–ছবি ব্যবহার করছে একটি প্রতারক চক্র। হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে এসপির ছবি ও নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে।
বুধবার বিষয়টি নজরে আসার পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সতর্কবার্তা দেন কক্সবাজারের পুলিশ সুপার। তিনি জানান—এসপির পরিচয়ে কেউ বার্তা পাঠালে বা কোনো ধরনের আর্থিক লেনদেনের অনুরোধ করলে তা সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণার উদ্দেশ্যে করা হচ্ছে।
পুলিশ জানায়, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নামে ব্যক্তিগত নম্বর ব্যবহার করে বার্তা পাঠানো বা অর্থ দাবি করা হলে তা সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হচ্ছে।
এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রতারক চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বাধিক পঠিত