শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

তারেক রহমানের খালাসে খুলশীতে যুবদলের আনন্দ মিছিল

প্রতিবেদকঃ কামরুল সিফাতউল্লাহ

খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলালের নেতৃত্বে আনন্দ মিছিল

চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন খুলশী থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ার খবরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গত ১ ডিসেম্বর, শুক্রবার বাদ আসর পাহাড়তলী পুলিশ বিট মোড় থেকে মিছিলটি শুরু হয়ে আমবাগানস্থ বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলাল। এ সময় তিনি বলেন, “তারেক রহমানসহ নেতৃবৃন্দের খালাসে আমরা আনন্দিত। তিনি খুব শিগগিরই বীরের বেশে দেশে ফিরে আসবেন।”

সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সম্পাদক শাহ জালাল পলাশ, সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম হাফিজ, নগর যুবদলের সাবেক সদস্য শাহরিয়ার কবির সুমন, থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস মুন্না, মো. জামিল, নাছির উদ্দিন পিন্টু, এবং ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মো. বাদশা আলমগীর।

অনুষ্ঠানে ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন খুলশী থানা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য মাহমুদুল হাসান রাজু, সালাউদ্দিন, জাবেদ, নূর হোসেন, মানিক, সোহেল বাবু, এবং শাহিন।

এছাড়া, সমাবেশে বিভিন্ন ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা তারেক রহমানের দ্রুত দেশে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন এবং আগামী দিনে দলের শক্তিশালী ভূমিকা পালনের অঙ্গীকার করেন।

চিটাগং ট্রিবিউন ডেস্ক

 

সর্বাধিক পঠিত