তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রাজস্থলীতে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙামাটি)
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বাঙ্গালহালিয়া বাজারের যাত্রী ছাউনি থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় যাত্রী ছাউনি চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়। মিছিলে দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঙ্গালহালিয়া বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি ডালিম বড়ুয়া , উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক থুইচিংমং চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাচিং মারমা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক থুইথিই মারমা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিপতি দে, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম সাফায়েতসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাঁর নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, তারেক রহমানের আগমনে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আগামীর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।