শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

তাসনিম জারার নির্বাচনী প্রচারণা শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর গোড়ানের বাগানবাড়ি বাজার থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।

এরপর গোড়ানের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের কাছে লিফলেট বিতরণ করেন তাসনিম জারা।

প্রথম দিনের কার্যক্রমে আল-রাজী মডেল স্কুল অ্যান্ড কলেজ, অনির্বাণ আইডিয়াল স্কুল ও গোড়ান আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এলাকায় জনসংযোগ করেন এনসিপির সাবেক এ নেতা।

নিজের জন্য ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষেও ভোট চান তাসনিম জারা।

এর আগে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক সংগ্রহ করেন।

সর্বাধিক পঠিত