দালাল ভুঁইফোড় সুবিধাবাদীদের দলে ঠাই দেওয়া যাবে না দীপেন তালুকদার

আইয়ুব চৌধুরী, রাজস্থলী
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু বলেছেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে আমদের বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ আন্দোলনে ভুমিকা রেখেছেন। এ ত্যাগি নেতৃবৃন্দরা দীর্ঘদিন কারাভোগসহ নানান নির্যাতনে ছিলেন, এবং ২৪ শের গন-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি বলেন ত্যাগি ও পরীক্ষিত নেতা কর্মীদের দিয়ে আগামীতে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা কমিটি গঠন করা হবে। গতকাল সোমবার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে কথাগুলো বলেন।
এসময় রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সফর সঙ্গী হিসাবে আরও উপস্থিত ছিলেন – জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রাজস্থলী সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত দেবযুতি চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নবী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল সোহেন বাবলু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমাসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলে কোন দালাল ভুঁইফোড় সুবিধাবাদীদের ঠাঁই দেওয়া হবে না। গতকাল রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় সাংগঠনিক সফরে এসে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেয় তার জন্য সবাইকে একযোগে কারার আহ্বান জানান তিনি।