চিটাগং ট্রিবিউন ডেস্ক
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্লোগান দেন, ‘দিল্লি নয় পিণ্ডি নয়, নয় অন্যকোনো দেশ, সবার আগে বাংলাদেশ।
আজ বুধবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ স্লোগান দেন।
বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে তারেক রহমান অভিযোগ করেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। সংস্কারের আড়ালে অন্তর্বতী সরকারের ভিতরে এবং বাহিরে কারো কারো মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।