শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

দীঘিনালায় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

এম মহাসিন মিয়া- খাগড়াছড়ি প্রতিনিধি 

দেশব্যাপী আওয়ামী লীগের দোসরদের সন্ত্রাসী কার্যক্রম, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

 

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বোয়ালখালী নতুন বাজার থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে কলেজ গেইট এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

 

সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক কাজী রানা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সর্বাধিক পঠিত