শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

দীঘিনালায় ৭ বিজিবির উদ্যোগে বিজিবি দিবসের প্রীতিভোজ অনুষ্ঠিত

এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে বিজিবি দিবস উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি- ২০২৬) দুপুরে ব্যাটালিয়ন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
“সীমান্তের অতন্দ্র প্রহরী”- এই মূলমন্ত্রকে ধারণ করে বর্ডার গার্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেই ঐতিহ্য ও অবদান স্মরণ করতেই দিবসটি উদযাপন করা হয়।
প্রীতিভোজে উপস্থিত ছিলেন, বাবুছড়া ব্যাটালিয়নের (৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ইসতিয়াক আহাম্মেদ ইবনে রিয়াজ, সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, দীঘিনালা সেনা জোনের প্রতিনিধি ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী সহ স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সর্বাধিক পঠিত