ধর্ষকের ফাঁসি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে হাটহাজারীতে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ

মোঃ উসমান গনি, হাটহাজারী
ধর্ষকের ফাঁসি ও আইন শৃঙ্খলার অবনতি এর প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তর শাখার উদ্যোগে আজ ২২ অক্টোবর দুপুরে সাম্প্রতিক ঘটে যাওয়া ধর্ষণ ঘটনার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি হাটহাজারী নূর মসজিদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাটহাজারী উপজেলার সামনে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে ছাত্র মজলিসের নেতাকর্মীরা “ধর্ষকের ফাঁসি চাই”, “নারী নির্যাতনের বিচার চাই” ইত্যাদি স্লোগান দেন।
শাখা দায়িত্বশীল হারুন ইবনে আব্দুল খালেক এর সভাপতিত্বে বাইতুল মাল সম্পাদক সাঈদ আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম জেলা উত্তরের সাধারণ সম্পাদক ওজাইর আহমদ হামিদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা উত্তরের সহ-সভাপতি মাহমুদুল হাসান রাহাত, যুব মজলিস চট্টগ্রাম জেলা উত্তরের সভাপতি মাওলানা ইমদাদুল্লাহ, যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মিজানুর রহমান সহ ছাত্র মজলিসের জেলা ও থানার শাখার দায়িত্বশীলবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সমাজে বারবার ধর্ষণের মতো জঘন্য অপরাধ ঘটছে, কিন্তু অপরাধীদের যথাযথ শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা বেড়েই চলেছে। বক্তারা অবিলম্বে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, খেলাফত ছাত্র মজলিস সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল, আছে এবং থাকবে।