নান্দাইলে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

তাইয়েব ইবনে ফারুকী, ভালুকা
ময়মনসিংহের নান্দাইলে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও নিষিদ্ধ বিদেশি প্রসাধনী সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি ফার্মেসিসহ দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম।
অভিযানকালে একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল এবং নিষিদ্ধ বিদেশি প্রসাধনী বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি সংশ্লিষ্ট রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, বিপণন এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন করেছে বলে জানায় কর্তৃপক্ষ।
এ ঘটনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও নিষিদ্ধ বিদেশি প্রসাধনী সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযান চলাকালে স্থানীয় এক ক্রেতা বলেন, “আমরা সাধারণ মানুষ জানি না কোন ওষুধ ভালো আর কোনটা মেয়াদ শেষ। এভাবে অভিযান হলে ব্যবসায়ীরা ভয় পাবে, ভোক্তারাও নিরাপদ থাকবে।”
আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হলে মানুষ অসুস্থ হয়। ভোক্তা অধিকার কর্তৃপক্ষের এই উদ্যোগ খুবই প্রয়োজনীয়।”
একজন নিয়মিত ক্রেতা বলেন, “এমন অভিযান আরও ঘন ঘন হওয়া দরকার। তাহলেই ভোক্তাদের সঙ্গে প্রতারণা কমবে।”
ভোক্তারা মনে করছেন, নিয়মিত তদারকি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে নান্দাইলসহ সারাদেশে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।